ই-সমবায় সফটওয়্যার ব্যবহার করে সমিতির সকল লেনদেন করা হয়।

লেনদেনের সাথে সাথে সদস্যর মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হয়।

খুব কম সময়ে সদস্যদের সকল লেনদেনগুলো করা হয়।

সমবায় সমিতি পরিদর্শন

সমবায় সমিতির উপ-নিবন্ধকের বাবুরহাট রূপসী পল্লী সমবায় সমিতি পরিদর্শন

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ড বাবুরহাট রূপসী পল্লী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মোঃ নবীরুল ইসলাম পরিদর্শন করেছেন। রোববার দুপুর ১২টায় তিনি সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে সমিতির সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বলেন, এ সমিতির সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যা সত্যিই বিস্ময়কর। এ পদ্ধতির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়ায় এর কার্যক্রম ও জবাবদিহিতা স্বচ্ছ।

তিনি আরো বলেন, আমি আশা করছি এ সমিতি তার কার্যক্রম দিয়ে এক সময় দেশব্যাপী সুনাম অর্জন করবে। তিনি এ সমিতির অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ মোমেন হোসেন ভঁূইয়া, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক আলম, সমিতির সভাপতি মোঃ আক্কাছ আলী ফরাজী, কল্যাণপুর ইউপি সদস্য ও সমিতির সদস্য মোঃ ইমাম হোসেন ফরাজী, মোহাম্মদ আলী খান, মোঃ জামাল ভূঁইয়া, সত্যজিৎ চন্দ্র দাস, মোঃ নাজিম উদ্দিন ঢালী, মোঃ হাবিব উল্ল্যাহ গাজী, মোঃ জুয়েল ফরাজীসহ সমিতির সদস্যগণ।

Image
Image
রূপসী পল্লী বহুমূখী সমবায় সমিতি লিমিটেড

বর্তমানে সমিতির সেবা কার্যক্রম সমূহ

ঋণ অথবা বিনিয়োগ প্রদান

দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ঋণ।

ঋণ অথবা বিনিয়োগ প্রদান

রূপসী পল্লী বহুমুখী সমবায় সমিতি সহজ শর্তে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ঋণ প্রদান করে।

মেয়াদী ও সঞ্চয় আমানত গ্রহণ।

এককালীন মেয়াদী আমানত এবং দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সঞ্চয় গ্রহণ।

অধিক মুনাফায় বিভিন্ন মেয়াদে মেয়াদী ও সঞ্চয় আমানত গ্রহণ।

আমরা কম সময়ে অধিক মুনাফায় এককালীন মেয়াদী আমানত এবং বিভিন্ন মেয়াদে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সঞ্চয় গ্রহণ করে।

শেয়ার গ্রহণ ও লভ্যাংশ প্রদান।

সদস্যরা খুব সহজেই শেয়ার প্রদান করে লভ্যাংশ পেয়ে থাকেন।

শেয়ার গ্রহণ ও লভ্যাংশ প্রদান।

রূপসী পল্লী বহুমুখী সমবায় সমিতিতে নিবন্ধনকৃত সদস্যরা খুব সহজেই শেয়ার প্রদান করে লভ্যাংশ পেয়ে থাকেন।

আমাদের সাথে যোগযোগ করুন।

+88 01715307797
রূপসী পল্লী সমবায় সমিতি লিমিটেড - ফটো গ্যালারি

আমাদের ফটো গ্যালারি

রূপসী পল্লী বহুমুখী সমবায় সমিতি লিঃ একটি সামাজিক সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান। এই সমিতি ২০১০ সালে যাত্রা শুরু করে সমাজের বিভিন্ন গরিব অসহায় দুঃস্থ ও বেকার মানুষদেরকে আর্থিকভাবে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ১৮০০ মানুষ এই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা কর্মকান্ডে জড়িত। রূপসী পল্লী বহুমুখী সমবায় সমিতি লিঃ দাসদী গ্রামের বাবুরহাট ইউনিয়নের চাঁদপুর সদর থানায় অবস্থিত। সমাজ সেবামূলক বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যোগদান ও বাংলাদেশ সমবায় অধিদপ্তরের কিছু কর্মশালার ছবি তুলে ধরা হলো:

রূপসী পল্লী সমবায় সমিতি লিমিটেড

সমিতির সকল সেবা ও কার্যক্রমের খবর

রূপসী পল্লী সমবায় সমিতি লিমিটেডের সকল প্রাতিষ্ঠানিক সেবামূলক কাজকর্ম ও কার্যক্রমের খবরগুলো দেখার জন্য আমাদের সাথে সবসময় যুক্ত থাকুন।