রূপসী পল্লী সমবায় সমিতি লিমিটেড

আমাদের সেবাসমূহ ও লক্ষ্য উদ্দেশ্য

১. সদস্যগণকে সমবায় নীতি ও আদর্শ বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ভিত্তিক পরিকল্পিত জীবন যাপনে উদ্বুদ্ধ করা।

২.আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সদস্যদের ক্ষমতায়ন নিশ্চিত করা।

৩. ব্যক্তিগতভাবে সদস্যগণকে এবং সমষ্টিগত ভাবে সমিতিকে অর্থনৈতিক ক্ষেত্রে সাবলম্বি করে তোলার জন্য সদস্যগনের নিয়মিত সঞ্চয় ও শেয়ার একত্রিত করে মূলধন গঠন এবং উক্ত মূলধনের সঠিক ব্যবহারের মাধ্যমে সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

৪. আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের শীর্ষ সমবায় সংগঠনের সঙ্গে পারষ্পরিক সহযোগিতা স্থাপন পূর্বক সমবায় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা।

৫. বেকারত্ব দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আয় বৃদ্ধির জন্য পেশা ভিত্তিক অর্থকরী বাণিজ্যিক ও উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন।

৬. স্থানীয়, সরকারী, আধা-সরকারী, বে-সরকারী, বিদেশী দাতা সংস্থা, সমাজকল্যাণ ও শিক্ষামূলক সংগঠনের সহযোগিতায় স্বাক্ষরতা আন্দোলন, পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন, জাতীয় পশু সম্পদের উন্নয়ন, সংরক্ষণ এবং সুষ্ঠু পরিবেশ গঠনের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করা।

৭. সদস্যগণের সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং উক্ত তহবিল পূনরায় সদস্যগণের মাঝে ঋণ প্রদান ও বিনিয়োগ করা।

৮. বিভিন্ন উৎপাদনমূখী ও আয় বর্ধক কর্মকান্ড পরিচালনার জন্য সমিতির সদস্যদেরকে কর্জ দাদন ও তাদের কাছ থেকে মূলধন সংগ্রহ করা।

৯. সদস্যগণের উৎপাদিত পণ্য ও দ্রব্য লাভজনকভাবে বাজারজাতকরণের ব্যবস্থা করা।

১০. সদস্যগণের জন্য নিত্য ব্যবহার্য দ্রব্যাদি ক্রয় ও ন্যায্য মূল্যে বন্টনের ব্যবস্থা করা।

১১. মিতব্যায়িতা ও সঞ্চয় কাজে উৎসাহ দেওয়া, সহায়তা করা এবং সর্বপ্রকার ক্ষতিকর ব্যয় সংকোচন বিষয়ে উৎসাহ প্রদান।

১২. সদস্যগণের এবং তাহাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য উৎসাহ প্রদান ও সহায়তা করা।

১৩. পতিত জমি আবাদ, রাস্তাঘাঠ সংস্কার ও মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি জাতীয় কর্মসূচীতে অংশগ্রহণ করা।

১৪. সদস্যগণের সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং উক্ত তহবেল পূনরায় সদস্যদের মাঝে ঋণ প্রদান ও নিয়োগ করা।

১৫. সদস্যগণের মাঝে সমবায় ব্যবস্থাপনা ও সমবায় নেতৃত্ব বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, প্রচারণা ও সম্প্রসারণ কাজ চালু করা।

১৬. নারী সমাজের সার্বিক কল্যাণে আইন ও বিধিমালার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

বর্তমান সর্বমোট সদস্য

1700

+

বর্তমান মূলধন

120

Lac

বর্তমান কমিটি

13

+

বর্তমান প্রোজেক্ট

4620

+